ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত সূরা কোনটি? (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১০ এপ্রিল ২০২২ | আপডেট: ১১:২০, ১০ এপ্রিল ২০২২

কোরআন শরীফ খুলেই প্রথমে আমরা দেখতে পাই সূরা ফাতিহা, কিন্তু এটিই কোরআনের নাজিলকৃত প্রথম আয়াত না। তাহলে কোনটি প্রথম আয়াত? চলুন জেনে নিই। 

রাজধানীর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা লোকমান সাঈফী বলেন, সর্বপ্রথম  আয়াতে কারিম নাজিল হয়েছে পাঁচটি। তা হচ্ছে ত্রিশতম পারায় সূরা আলাকের পাঁচটি আয়াত। 

কিন্তু একত্রিতভাবে পুরো সাতটি আয়াত একসাথে নাজিল হয়েছে সূরা ফাতিহা। তাই সূরা ফাতিহা কোরাআনের নাজিলকৃত প্রথম সূরা পূরা ফাতিহা, তবে প্রথম নাজিলকৃত আয়াত সূরা আলােকর পাঁচ আয়াত। 

এসবি/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি